আজ রাখি উৎসব। এই উপলক্ষে সঙ্গে রয়েছে রক্তদান শিবির। সেই সঙ্গে দুঃস্থদের জন্য উপহার সেলাই মেশিন এবং সাইকেল ভ্যান। রবিবার ক্যানেল ওয়েস্ট রোডে রোটারি ক্লাবের সহযোগিতায় ইয়ুথ সোশ্যাল সেন্টারের কর্মসূচি। ছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, রোটারির শাখা প্রধান অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুচরিতা চট্টোপাধ্যায়, মণিকা রায়, উত্তর কলকাতা তৃণমূল যুব সভাপতি শান্তিরঞ্জন কুন্ডু, শ্রেয়া পাণ্ডে, তৃণমূলের বহু ওয়ার্ডের নেতৃত্ব, পুরসভার কোঅর্ডিনেটর, বাংলা সিটিজেন্স ফোরামের সদস্যরা।
কুণাল ঘোষ বলেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় উন্নয়ন করছেন। সেই কর্মযজ্ঞে আমাদের সকলের কর্তব্য রয়েছে। বহু সংগঠন যেমন এগিয়ে আসছে, তেমনই এলাকার বাসিন্দা হিসেবে নিজেদের এলাকাকে ঠিক রাখার দায়িত্ব আমাদেরও থাকছে। সকলকে সচেতন ভূমিকা পালন করতে হবে।”
আরও পড়ুন- মেসির অভাব টের পাচ্ছেন বার্সা কোচ
কংগ্রেস ও বামপন্থীদের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,” আপনারা জোট করেও শূন্য পেয়েছেন। বাংলায় বিজেপিকে রুখতে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেশ এখন বিকল্প চাইছে। বিজেপির জনবিরোধী নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। আপনারা আলাদা ভোট না দিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।”