মেসির অভাব টের পাচ্ছেন বার্সা কোচ

Must read

বিলবাও, ২২ অগাস্ট: সবে মরশুম শুরু হয়েছে। আর এর মধ্যেই লিওনেল মেসির অভাব টের পেতে শুরু করছেন রোনাল্ড কোম্যান। শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-১ ড্র করেছে বার্সেলোনা। আর ম্যাচের পর কোম্যানের স্বীকারোক্তি, ‘‘মেসি না থাকায় বিপক্ষ দলগুলো এখন আমাদের বিরুদ্ধে সাহসী ফুটবল খেলছে।’’

বার্সা কোচ যে ভুল কিছু বলেননি, তা ম্যাচের রেজাল্টেই স্পষ্ট। প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবে শেষ হওয়ার পর, দ্বিতায়ার্ধের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে কোনও রকমে ম্যাচটা ড্র করেছে কাতালান জায়ান্টরা।

অ্যাওয়ে ম্যাচের শুরু থেকেই চাপে ছিলেন কোম্যানের ফুটবলাররা। ভাগ্য সহায় ছিল। নইলে বিরতির আগেই অন্তত দু’গোলে পিছিয়ে পড়তেন আতোঁয়া গ্রিজম্যানরা। তবে ৫০ মিনিটে ইনিগো মার্টিনেজের করা গোলে এগিয়ে যায় বিলবাও। এর পর অবশ্য ম্যাচে কিছুটা হলেও ফিরে এসেছিলেন গ্রিজম্যানরা। তারই ফলশ্রুতি ডিপাইয়ের গোল। যদিও ম্যাচের ইঞ্জুরি টাইমে লাল কার্ড দেখে কোম্যানের চিন্তা বাড়িয়েছেন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া।

ম্যাচের পর বার্সেলোনা কোচ কার্যত স্বীকার করে নিয়েছেন, মেসির অভাব কিছুটা হলেও তিনি টের পেয়েছেন। কোম্যানের বক্তব্য, ‘‘একই কথা বারবার বলতে পছন্দ করি না। তবে মেসি বিশ্বের সেরা ফুটবলার। ও যখন টিমে ছিল, তখন প্রতিপক্ষ দলগুলো আমাদের ভয় পেত। ও না থাকায় এই দলগুলো এবার অনেক বেশি সাহসী ফুটবল খেলছে।’’

Latest article