সিলভারউড-রুট জুটিকে, তোপ দাগলেন ক্ষিপ্ত ভন

Must read

লন্ডন, ২২ অগাস্ট: ঐতিহাসিক লর্ডসে ভারতের বিরুদ্ধে হার হজম করতে পারছেন না মাইকেন ভন। বিশেষ করে, শেষ দিনে সুবিধেজনক জায়াগায় থাকা সত্ত্বেও যে ভাবে রুটরা টেস্ট হেরেছেন, তা যন্ত্রণা দিচ্ছে ভনকে।

আরও পড়ুন- ১০ কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

এর জন্য তিনি কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড এবং অধিনায়ক জো রুটকে। ভন সাফ জানাচ্ছেন, দুই ভারতীয় টেলএন্ডার মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা যখন ব্যাট করছিলেন, তখন তাঁদের বিরুদ্ধে লাগাতার শর্টপিচ বোলিং করেই ডুবেছে ইংল্যান্ড। সিলভারউডের উচিত ছিল রুটকে বার্তা দেওয়া। যদিও তা না করে ইংল্যান্ড কোচ ড্রেসিংরুমে নীরব দর্শকের মতো বসেছিলেন!

প্রসঙ্গত, লর্ডস টেস্টের শেষ দিনে একটা সময় প্রবল চাপে ছিল ভারত। যদিও নবম উইকেটে রেকর্ড ৮৯ রান যোগ করে ম্যাচের ভোল পাল্টে দেন শামি-বুমরা জুটি। আর ভারতীয় টেলএন্ডারদের এই পার্টনারশিপকে তাঁর দেখা ইংলিশ ক্রিকেটের জঘন্যতম অধ্যায় হিসেবে চিহ্নিত করছেন ভন। সোশ্যাল মিডিয়ায় সিলভারউড-রুট জুটিকে তোপ দেগে ভন লিখেছেন, ‘‘লর্ডসের পঞ্চম দিনে লাঞ্চের কুড়ি মিনিট আগে যা ঘটেছে, তার চেয়ে খারাপ কোনও ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটে আগে কখনও ঘটেছে বলে আমার মনে হয় না। এই সময়টাই বিপর্যয় ডেকে এনেছিল। বুমরাকে বাউন্সারের পর বাউন্সার দেওয়া অর্থহীন। আর এতেই লড়াই থেকে রুটরা ছিটকে গিয়েছে।’’

আরও পড়ুন- পুরাণ ও ইতিহাসে রাখি

প্রাক্তন ইংরেজ অধিনায়ক আরও লিখেছেন, ‘‘রুটকে সেই সময় দিশাহারা দেখিয়েছে। টিমের সিনিয়ররাও ওকে ডুবিয়েছে। কেন ওরা অধিনায়কের সঙ্গে কথা বলল না।’’ এর পরেই সিলভারউডকে তোপ দেগে ভন লিখেছেন, ‘‘সেই সময় সিলভারউড কি করছিল? কেন ও রুটকে নির্দেশ পাঠাল না যে, হচ্ছেটা কি? কোচ হিসেবে অধিনায়ককে পরিকল্পনা বদলের নির্দেশ দেওয়া তো ওর দায়িত্ব। লর্ডসের হারের দায় অবশ্যই ওকে নিতে হবে।’’

Latest article