১০ কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

Must read

প্রায় ১০ কোটি টাকারও বেশি আর্থিক বেনিয়ম ও সরকারি টাকা নয়ছয় করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধুনা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। রবিবার গ্রেফতার করা হয় বাঁকুড়ার জেলা পুলিশ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ককে। প্রভাব খাটিয়ে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক বিষয়ে ১০ কোটি টাকার তছরুপ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রাক্তন বিধায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে। সেখানেই গরমিল ধরা পড়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- পুরাণ ও ইতিহাসে রাখি

তদন্তকারীরা কমপক্ষে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এবং সেখানে তার সরাসরি যোগ রয়েছে বলে জানিয়েছেন । এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। বাঁকুড়া পুলিশ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ ও ৪০৯ ধারায় পদে থেকে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে ।

আরও পড়ুন- ভাইবোনের সম্প্রীতির রাখিতে বাঁধা বাংলা, সিংহ গর্জনই থমকে দেবে ভাঙার অপচেষ্টা

নিজের ক্ষমতা দেখিয়ে পুরসভায় টেন্ডার পাস করিয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আসছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি একটা সময় রাজ্যের আবাসন, বস্ত্র , মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন। তৃণমূলের সঙ্গে তাঁর অনেকটাই দূরত্ব তৈরি হয়। এরপর গেরুয়া শিবিরের ছত্রছায়ায় আসেন তিনি। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

Latest article