প্রতিবেদন : দর্শকদের জন্য খুলে গেল চলচ্চিত্র শতবর্ষ ভবন। প্রথম শো হাউসফুল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঐতিহ্যবাহী রাধা স্টুডিওতে নিয়মিত ছবি দেখানো হবে। সেইমতো শুক্রবার ৬ মে তার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। দর্শকদের জন্য খুলে দেওয়া হল রাধা স্টুডিও যা চলচ্চিত্র শতবর্ষ ভবন নামে পরিচিত। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী, সাংসদ-অভিনেতা দেব, চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ প্রমুখ।
আরও পড়ুন-বিশ্ব অ্যাথলেটিক্স দিবসের আঙিনায় দেশের মহিলা ক্রীড়াবিদরা
অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর প্রয়াস প্রত্যেক মানুষের মধ্যে কৃষ্টি-সংস্কৃতি পৌঁছে দেওয়া। বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া। তারই সবচেয়ে বড় উদাহরণ আজ। এখানে যে সমস্ত জনপ্রতিনিধি এসেছেন তাঁরাও চান বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে। ইন্দ্রনীল সেন বলেন, মুখ্যমন্ত্রী আবার প্রমাণ করলেন তিনি সংস্কৃতি জগতের ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড। গৌতম ঘোষ বলেন, একটা প্রিভিউ থিয়েটারের দরকার ছিল। এবার সমাধান হল। দেব বলেন, সিনেমা হল আমাদের কাছে মন্দিরের থেকে কম কিছু নয়। অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছ। রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে সিনেমা হল আরও বাড়ানোর। টালিগঞ্জ চত্বরে অনেক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। সোহমের কথায়, এরকমভাবে আরও কিছু জায়গায় যদি আমরা এই ধরনের হল খুলতে পারি তাহলে বাংলা ছবি আবার সেই জোয়ারে ফিরে আসবে। নন্দনের মতোই অনলাইন অফলাইনে টিকিট মিলবে।