রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা ছাড়িয়ে গেল৷ আজ শনিবার থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডােরর দাম আরও ৫০ টাকা বাড়ানো হল৷ কলকাতায় একটি রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে দাম হবে ১০২৬ টাকা৷ এতদিন ছিল ৯৭৬ টাকা৷ খাতায় কলমে ১০২৬ টাকা দাম হলেও প্রায় সর্বত্রই গ্যাস দিতে এসে অতিরিক্ত অর্থ দাবি করেন গ্যাস সরবরাহকারী সংস্থার ডেলিভারির দায়িত্বে থাকা ব্যক্তি৷ সবমিলিয়ে আজ থেকে গ্যাস নিতে ১০৫০ টাকার কাছাকাছি খরচ পড়বে।
আরও পড়ুন-দুবাইয়ে ঘাঁটি গেড়ে
কেন্দ্রীয় সরকারের এই ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধির জন্য নাজেহাল সাধারণ মানুষ আর এই নিয়েই সুর চড়িয়েছে বিরোধীরা। আজ নিজের সোশ্যাল মিডিয়াতে লোকসভার সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার ২০১১ সালে স্মৃতি ইরানির একটি টুইট তুলে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরোধিতা করেন। এদিন তিনি টুইট করে লিখেছেন, ‘স্মৃতি ইরানির সাধারণ মানুষের জন্য কথা বলার অপেক্ষা করছি। নাকি এবার তিনি কিছুই বলবেন না কারণ নরেন্দ্র মোদীজি কোন অন্যায় করতেই পারেন না। এমন জনপ্রতিনিধি এ জাতির জন্য লজ্জাজনক! যারা তুচ্ছ রাজনীতির বাইরে কিছুই জানেন না তাদের সত্যিই কিছু আত্মদর্শন করা উচিত।’
যদিও এই নিয়ে সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। টুইট করে প্রতিবাদ করেছে সারা ভারত জুড়ে এই জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধির জন্য।
Waiting for @smritiirani to actively speak for people now…or will she not because @narendramodi ji can do no wrong?
Such public representatives are a shame for this nation! People who know nothing beyond petty politics should really do some self-introspection.#LPG pic.twitter.com/a5xgo7kfYD
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) May 7, 2022