অবিলম্বে ভারতের জনগণকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

Must read

রান্নার গ্যাসের (Cooking Gas) মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার মোদি সরকারের ঘোষণা অনুযায়ী আবারও সিলিন্ডার পিছু গৃহস্থের রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। অর্থাৎ আরও একবার সাধারণ মানুষের পকেট কেটে মুনাফা লোটার পথে কেন্দ্রের বিজেপি সরকার। রান্নার গ্যাসের দাম কলকাতায় আজ থেকে সিলিন্ডার প্রতি বেড়ে দাঁড়াল ১০২৬ টাকা। আগে এই ১৪ কেজির রান্নার গ্যাসের দাম ছিল ৯৭৬ টাকা। এদিন টুইট করে কেন্দ্রের বিজেপি সরকারকে আরও একবার কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা ছাড়িয়ে গেল, টুইট করে স্মৃতি ইরানিকে নিশানা কাকলি ঘোষ দস্তিদারের

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ভারতের সাধারণ মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। এলপিজি, (Cooking Gas) নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, জ্বালানির দাম বারবার বৃদ্ধি করে লুঠের রাজত্ব চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। এতে মিডিয়া নিরব ও অন্ধের ভূমিকা পালন করতে দেখে দুঃখিত।”

 

রান্নার গ্যাসের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের উদ্যোগে অভিনব প্রতিবাদ হয় কালীঘাটে‌।

Latest article