শান্তনু বেরা, দিঘা: ‘অশনি’-র (Ashani Cyclone) কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছে দিয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা প্রশাসন। শনিবার জেলাশাসক পূর্ণেন্দু মাজি সকালে সমুদ্র লাগোয়া খেজুরি ২ ব্লক অফিসে গিয়ে বিডিও ত্রিভুবন নাথ, সভাপতি অসীম মণ্ডল, প্রধান প্রাণকৃষ্ণ দাস, রেহানা খাতুন, তাপস প্রামাণিক, উপপ্রধান ও বিশিষ্ট শিক্ষক সমুদ্ভব দাশ, জয়েন্ট বিডিও শমীক নাগ সহ সব দফতরের আধিকারিকদের নিয়ে ঘূর্ণিঝড়় (Ashani Cyclone) মোকাবিলায় প্রস্তুতি বৈঠক করেন। তারপর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি ঘুরে দেখেন। সাইক্লোন সেন্টারগুলি পরিদর্শন করেন। বিশেষ করে পাঁচুড়িয়া সবথেকে সমুদ্রের কাছে হওয়ায় ওখানকার শিবির ঘুরে দেখেন। সেচ দফতর থেকে ব্লক পিচিং-এর কাজ চলছে। জেলাশাসক কাজের গতিপ্রকৃতি নিজের চোখে দেখেন। সবাইকে সজাগ ও সতর্ক থাকার কথা বলেন। শুধু খেজুরি নয়, জেলার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির আগাম পূর্বাভাস এবং ঝড়ের আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা নিয়ে প্রস্তুতি, উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ সহ পুনর্গঠনের কাজের ব্যস্থাপনা নিয়ে রূপরেখা তৈরি করছে প্রশাসন। জেলার সমুদ্র লাগোয়া রামনগর-১ ব্লকের দিঘা, শঙ্করপুর, জলধা সহ বিভিন্ন এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ একাধিক স্কুল ভবন তৈরি রাখা হচ্ছে। শুকনো খাবার, পানীয় জল ত্রিপল মজুত করা হচ্ছে। উপকূল এলাকায় দুর্বল বাঁধগুলির মেরামতের কাজও চলছে জোরকদমে। শুক্রবার পুলিশ ও বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক হয় রামনগর-১ ব্লকেও। বিডিও বিষ্ণুপদ রায় বলেন, দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসাবে সবরকমের ব্যবস্থা গ্রহণ করতে এই বৈঠক ডাকা হয়েছিল। দুর্যোগের পর সব দফতর সমন্বয় রেখে কাজে নামে, বৈঠকে তার উপর জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দাঁতালের আছাড়ে মৃত গৃহবধূ