দাঁতালের আছাড়ে মৃত গৃহবধূ

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : জেলায় হাতির (Elephant) তাণ্ডবের পাশাপাশি অব্যাহত দাঁতালের হামলায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা। শনিবার সাতসকালে দলছুট এক দাঁতালের হামলায় আহত গৃহবধূ মিনি খিলাড়ির মৃত্যু হল হাসপাতালে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া ফরেস্ট বিটের অন্তর্গত সাপধরা গ্রামের এমএসকে স্কুলের সামনে আচমকাই মিনি খিলাড়িকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে ওই দাঁতালটি (Elephant)। গুরুতর আহত মিনিকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আহত গৃহবধূর মৃত্যু হয়। এ সময় মাঠে মাঠে বোরো ধানের চাষ হয়েছে। মাঠে থাকা ফসল ও ঘরবাড়ির ক্ষতি করছে খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে হঠাৎ হঠাৎ লোকালয়ে চলে আসা দামাল হাতির দল। জেলার জঙ্গল-লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা তাদের হামলার ভয়ে যথেষ্ট আতঙ্কে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন: পাহাড় জুড়ে রোদ-বৃষ্টির খেলা

Latest article