আজ ২৫ বৈশাখ। রবীন্দ্রজয়ন্তী (Rabindra Jayanti)। দেশজুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে পালিত হয় আজকের দিনটি। বিশ্বকবির জন্মদিনে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন: কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন (Rabindra Jayanti) করেন। টুইটারে অভিষেক লিখেছেন, রবীন্দ্র জয়ন্তীতে, “আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার প্রতি প্রণাম করি। তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। ভারতীয় সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অতুলনীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার চিন্তাভাবনা এবং ধারণা এখন আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক!”
On #RabindraJayanti, I bow to the teachings of Kobiguru Rabindranath Tagore and offer my humble tribute to the icon.
His unparalleled contribution in taking the Indian society forward will always be remembered. His thoughts and ideas are relevant now more than ever!
— Abhishek Banerjee (@abhishekaitc) May 9, 2022