মাতৃদিবসে উপহারের ডালি মায়েদের

Must read

সংবাদদাতা, দেগঙ্গা : বাঙালি এমনিতেই মাতৃভক্ত। বহু বিখ্যাত মানুষের মাতৃভক্তির বহু কাহিনি সবার জানা। তাই বাংলায় মাতৃদিবস (Mother’s Day) যে বিশেষ আবেগের সঙ্গে পালিত হবে, তা অনুমেয় ছিল। হলও তাই। বহু জায়গায় শ্রদ্ধার সঙ্গে পালিত হল মাতৃদিবস (Mother’s Day)। এই দিনটি উপলক্ষে বেশ কিছু মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, রবিবার। প্রতি বছরের মতো এবারও মাতৃদিবসে ফারহাদ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মহিলাদের হাতে শাড়ি, ফুল, মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলার জনমোহিনী মুখ্যমন্ত্রীর (Chief Minister Mamata Banerjee) হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘মহিলারা হচ্ছেন মা। আর বাংলার মায়েদের জন্য যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী দিয়ে সমৃদ্ধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা এককথায় অসাধারণ।’’ তাই বাংলার মা মুখ্যমন্ত্রী যাতে আগামী দিনগুলোতে বৃহত্তম সমাজসেবায় নিয়োজিত হতে পারেন তার জন্য আপামর মানুষের কাছে আহ্বান জানান ফারহাদ।

আরও পড়ুন: কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Latest article