হিমাচল প্রদেশ (Himachal Pradesh) বিধানসভা ভবনের পাঁচিল ও গেটের ওপর দেখা গেল খলিস্তানি পতাকা (Khalistan Flags)। একটি নয় একাধিক। ভবনের দেওয়ালে লেখা খলিস্তানি স্লোগান। রবিবার সকালে প্রাতর্ভ্রমণকারীদের চোখেই প্রথম বিষয়টি ধরা পড়ে। খলিস্তানি পতাকা (Khalistan Flags) লাগানোর খবর পেয়ে পুলিশ দ্রুত বিধানসভা ভবনে পৌঁছয়। সরিয়ে দেয় ওই সমস্ত খলিস্তানি পতাকা। দেওয়ালে লেখা খলিস্তানি স্লোগান মুছে ফেলা হয়। কারা এই কাজ করেছে তা জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। পুলিশের ডেপুটি কমিশনার নিপুন জিন্দাল জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বিধানসভার গেটে পাঁচ থেকে ছ’টি খলিস্তানি পতাকা লাগিয়ে চলে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোরের মধ্যে এই কাজ করা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে হচ্ছে।
আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি সুনীল কান্তি রায়, গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী