প্রতিবেদন : কোনও ঘোষণা ছাড়াই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ঘুরে দেখলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাশিয়ার আগ্রাসনে কোণঠাসা ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে নৈতিক সাহস জোগাতেই তাঁর এই ঝটিকা সফর, অভিমত কূটনৈতিক মহলের। ট্রুডো ইউক্রেনের ইরপিন শহর ঘুরে দেখেন। রুশ হানায় গুঁড়িয়ে গিয়েছে এই শহর। সম্প্রতি ইউক্রেন সেনা শহরটি পুনর্দখল করতে পেরেছে।
আরও পড়ুন-কাঁথি পুরভোটে সিসিটিভি ফুটেজ পরীক্ষায় স্থগিতাদেশ, বিজেপি-কে ‘সুপ্রিম’ ধাক্কা
ইরপিনের মেয়র ওলেকজান্ডার মার্কুসান ট্রুডোর সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি পোস্ট করে লেখেন, রুশ হানাদারেরা আমাদের শহরের যে ভয়ঙ্কর অবস্থা করেছে, সেই বীভৎসতা স্বচক্ষে দেখতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। পরে কিয়েভে জেলেনস্কির সঙ্গেও দেখা করেন ট্রুডো। বলেন, পুতিন যুদ্ধাপরাধী৷ এই জঘন্য হামলার জন্য দাম চোকাতে হবে রাশিয়াকে৷ এদিকে সোমবার বিজয় দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় পোল্যান্ডে ইউক্রেনীয়দের হাতে আক্রান্ত হন রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিয়েভ৷ এই আক্রমণের তীব্র নিন্দা করেছে রুশ প্রশাসন৷