কাঁথি পুরভোটে সিসিটিভি ফুটেজ পরীক্ষায় স্থগিতাদেশ, বিজেপি-কে ‘সুপ্রিম’ ধাক্কা

গভীর অস্বস্তিতে পড়ল রাজ্য বিজেপিও। কাঁথি পুরনির্বাচনের সিসিটিভি ফুটেজ এখনই পরীক্ষা করতে পারবে না নয়াদিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি

Must read

প্রতিবেদন, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল কাঁথির অধিকারী পরিবার। গভীর অস্বস্তিতে পড়ল রাজ্য বিজেপিও। কাঁথি পুরনির্বাচনের সিসিটিভি ফুটেজ এখনই পরীক্ষা করতে পারবে না নয়াদিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কাঁথি পুরনির্বাচন মামলায় ভোটের সমস্ত সিসিটিভি ফুটেজ সিএফএসএল-এ পরীক্ষার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন-দলবিরোধী স্লোগান দিল বিজেপি কর্মীরা

সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সূর্যকান্তের বেঞ্চ জানায়, ‘হাইকোর্ট নির্বাচন-পরবর্তী হিংসা ও হস্তক্ষেপ নিয়ে কাজ করছে এবং এটি আইনের প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। তা না হলে এটি রাজনৈতিক স্পেকট্রাম জুড়ে বিপজ্জনক নজির স্থাপন করবে। এটি একটি জনস্বার্থ মামলায় অত্যন্ত বিপজ্জনক হবে। সাংবিধানিক আদালত হিসাবে আমরা কেবল কাঁথি নির্বাচন নিয়ে উদ্বিগ্ন থাকতে পারি না।’ বেঞ্চ তাদের আদেশে বলেছে, ‘আমরা পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী এবং বিবাদী পক্ষের সিনিয়র কাউন্সিল পিএস পাটওয়ালিয়াকে শুনেছি।

আরও পড়ুন-বিরোধী-আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী

জমা দেওয়া পিটিশনে আবেদন করা হয়েছে যে, ‘সিএফএসএল দ্বারা ফরেনসিক অডিট পরিচালনা করার নির্দেশ দিয়ে হাইকোর্ট একদিকে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরে এবং ফলাফলের পর ২২৬ অনুচ্ছেদের অধীনে তার এক্তিয়ারের সীমা লঙ্ঘন করেছে, তাই এ সম্পর্কে আদালত নির্দেশনা জারি করুক। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত, হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে এবং হাইকোর্টে যে মামলা চলছে তাতেও স্থগিতাদেশ থাকবে।’ উল্লেখ্য, গত ২৬ এপ্রিল কলকাতা হাইকোর্টে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর একটি জনস্বার্থ মামলার রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ নির্দেশ জারি করেছিল, কাঁথি পুরসভার নির্বাচনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে নয়াদিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি।

Latest article