বিরোধী-আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী

নদিয়ার চাকদহে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী নারায়ণ দে (৫০)। তিনি রত্না ঘোষ করের অনুগামী বলে পরিচিত। চাকদহ ১৮ নম্বর ওয়ার্ডের গৌড়পাড়ার ঘটনা।

Must read

সংবাদদাতা, নদিয়া ও পুরুলিয়া : রাজ্য জুড়ে বিরোধীরা, বিশেষত বিজেপি অশান্তি ছড়াতে চাইছে। প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করছে। বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর। খুন করা হচ্ছে। রবিবারই নদিয়া এবং পুরুলিয়ায় বিরোধী-আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হলেন দু’জন। গভীর রাতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বাড়েলহর গ্রামে খুন হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। নাম লখিন্দর মুর্মু (৪২)। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় গ্রামের পাশে একটি এলাকা থেকে। দেহে একাধিক আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিটিয়ে খুন করা হয়েছে। খবর পেয়ে লখিন্দরের পরিবারের সঙ্গে দেখা করেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। মৃতের পরিবার জানিয়েছে, রবিবার গ্রামেরই একটি বিয়েবাড়িতে যোগ দিতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরেননি। সকালে দেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন-বহরমপুরে দুই ওয়ার্ডে ‘দুয়ারে পুরসভা’ কেন্দ্র চালু

নদিয়ার চাকদহে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী নারায়ণ দে (৫০)। তিনি রত্না ঘোষ করের অনুগামী বলে পরিচিত। চাকদহ ১৮ নম্বর ওয়ার্ডের গৌড়পাড়ার ঘটনা। রাত ৮টা নাগাদ নিজের বাগানবাড়িতে বসেছিলেন নারায়ণ। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। গুলি লাগে গলায়। প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে, সেখান থেকে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

Latest article