প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা (Shivkumar Sharma)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৬ মাস ধরে কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া শিল্পীমহলে। শিল্পীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কিংবদন্তি সন্তুরবাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকাহত। শিল্পীর প্রয়াণ সাংস্কৃতিক জগতের খুব বড় ক্ষতি।’

 

শাত্রীয় সঙ্গীতে সন্তুর বাদ্যযন্ত্রটিকে সঙ্গীতের মূল ধারায় এনে কৃতিত্ব অর্জন করেন জনপ্রিয় শিল্পী শিবকুমার শর্মা (Shivkumar Sharma)। সঙ্গীতের মঞ্চে তাঁর সুরঝঙ্কার শোনার অপেক্ষায় ভিড় জমাতেন অগণিত দর্শক ও শ্রোতা। শিল্পী হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের মূল ধারার ছবিতে কালজয়ী সুরসৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম ‘সিলসিলা’। বাবার দেখানো পথ বেঁছে নিয়েছেন পুত্র রাহুলও। সন্তুরবাদক হিসেবে তিনিও জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরও পড়ুন: ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন শিবকুমার শর্মা। মাত্র পাঁচ বছর বয়স থেকেই তাঁর বাবা উমা দত্তশর্মার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তিনি। শুধুমাত্র ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুরবাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে ১৩ বছর বয়স থেকে চর্চা শুরু করেন শিবকুমার। ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে উঠতে থাকা সন্তুররবাদক জম্মু থেকে মুম্বইয়ে চলে আসেন। দেশেই নয়, গোটা বিশ্বেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

Latest article