গলায় ফাঁস লেগেই মৃত্যু কাশীপুরের বিজেপি যুবনেতার: ‘অমিত শাহ মিথ্যাবাদী’, তোপ তৃণমূলের

Must read

হত্যা করে ঝোলানো হয়নি বিজেপি যুবমোর্চা নেতা অর্জুন চৌরাসিয়াকে (Arjun Chourasia)। গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই জানিয়েছে কম্যান্ড হাসপাতাল। মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে কমান্ড হাসপাতাল থেকে ৩ জন আধিকারিক আদালতে আসেন। এরপর আদালতে তাঁরা মুখবন্ধ খামে এই রিপোর্ট পেশ করেন।

ঘটনার দিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) রাজ্য সফরে ছিলেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এটি খুন। সেদিনের তাঁর এহেন মন্তব্যের পর তাঁকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এই মন্তব্য করতে পারতেন। অবশেষে রিপোর্ট এলো। রিপোর্টে রয়েছে,গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে অর্জুন চৌরাসিয়ার (Arjun Chourasia)।

আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

রিপোর্ট প্রকাশের পরই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন মিথ্যাবাদী!
আমরা বলেছিলাম, তিনি বাংলায় এসে নির্লজ্জভাবে মিথ্যা বলেছেন।
রাজ্যের আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরাপত্তার সমস্যা নিয়ে মিথ্যা বলেছেন। এই দেশের মানুষের জন্য বিজেপির উদ্বেগ প্রকাশ তা মিথ্যে।
এটা লজ্জাজনক যে বিজেপি এতটা নীচে নেমেছে।”

গত শনিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আরজি করের পরিবর্তে আলিপুরের কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত হয় বিজেপি যুবমোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার। তিন সদস্যের দল এই ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তের সময় আরজি কর এবং কল্যাণী এইমস হাসপাতালের দুই সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন। দক্ষিণ ২৪ পরগনার CJM-এর উপস্থিতিতেই গোটা ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়।

Latest article