সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রতিশোধমূলক কাজকর্ম জারি রেখে ফের শোকজ নোটিশ পাঠাল আর এক অধ্যাপককে। এবার নোটিশ পেলেন শিক্ষাভবনের স্ট্যাটিস্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড. অরিন্দম চক্রবর্তী। তার আগে একই কারণে ৫ মে এক চিঠিতে শিক্ষাভবনের ইন্টিগ্রেটেড সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারের সহকারী অধ্যাপক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। দুটি ক্ষেত্রেই ভারপ্রাপ্ত কর্মসচিব তিনদিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছেন।
আরও পড়ুন-মৃত্যু-রাজনীতি, ব্যর্থ বিজেপি
অভিযোগ, ২ মার্চ হাতে আপত্তিকর পোস্টার নিয়ে উপাচার্যকে নিন্দা করে এবং বিশ্বভারতীর সম্মানহানি করে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অধ্যাপক চক্রবর্তীও। যেটা বিশ্বভারতীর কর্মচারীদের সার্ভিস রুলের পরিপন্থী। তাই তাঁকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়, তাঁর বিরুদ্ধে কেন শৃঙ্খলাভঙ্গকারী হিসেবে বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হবে না।
মার্চে শান্তিনিকেতনের পোস্ট অফিস মোড়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভ করেন ছাত্র আন্দোলনের সমর্থনে। তার ভিডিও ফুটেজ দেখে কর্তৃপক্ষ শোকজ নোটিশ পাঠাল নীলাঞ্জন এবং অরিন্দমকে। এরকম নোটিশ আরও কয়েকজন অধ্যাপকের কাছে যাবে বলে সূত্রের খবর। এ ব্যাপারে অরিন্দমের কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভবপর হয়নি।