মৃত্যু-রাজনীতি, ব্যর্থ বিজেপি

গত শনিবার কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পরের দিনই বিজেপির স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক দলবল নিয়ে দেবাশিসের বাড়িতে হাজির হন

Must read

সংবাদদাতা, খেজুরি : মৃতদেহ নিয়ে রাজনীতি করতে গিয়ে ফের বিড়ম্বনায় বিজেপি। কাশীপুরের পর পূর্ব মেদিনীপুরের খেজুরির বালিচকে বিজেপি-কর্মী মুক্তিপদ মান্নার ছেলে দেবাশিস মান্নার (২২) ঝুলন্ত দেহ উদ্ধারের পর বিজেপির আইটি সেল বাজার গরম করেছিল। অভিযোগ তুলেছিল, উত্তর কলকাতার কাশীপুরের বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার মতো খেজুরিতেও দেবাশিসকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের দাবি, দেবাশিস আত্মহত্যা করেছে।

আরও পড়ুন-দরবারে বিধায়ক সোহমের উদ্যোগ

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও তাই বলছে। গত শনিবার কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পরের দিনই বিজেপির স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক দলবল নিয়ে দেবাশিসের বাড়িতে হাজির হন। এই মৃত্যু নিয়ে বিজেপি ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে বলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি।

Latest article