প্রতিবেদন : জল্পনার অবসান। আবারও মোহনবাগান সভাপতি হলেন স্বপনসাধন বোস। ময়দান বা ফুটবল মহলে টুটু বোস হিসেবেই তাঁর পরিচিতি। বুধবার ক্লাবের নতুন কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সভাপতির নাম ঘোষণা করে ক্লাব সচিব দেবাশিস দত্ত সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘মোহনবাগান সভাপতি পদে টুটুবাবুই থাকছেন। এর আগে ২০ বছরের সদস্য পদ থাকলে তবেই কেউ ক্লাবের সভাপতি হতে পারতেন। সেটা কমিয়ে ১৫ বছর করা হয়েছে। আগামী ৫-৬ মাসের মধ্যে বিশেষ সাধারণ সভায় এই নিয়ম অনুমোদন পাবে। টুটুবাবুর বয়স হয়েছে। তা ছাড়া উনি বেশিরভাগ সময় দুবাইয়ে থাকেন। সে সব চিন্তা করেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ দেবাশিস আরও বলেন, ‘‘অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু ফের টুটুবাবুকেই দায়িত্ব দেওয়া হয়েছে।’’
আরও পড়ুন-রাতের অন্ধকারে ৪০ বছরের পুরনো স্কুলবাড়ির উপর চলল, অমানবিক রেলের বুলডোজার
এদিন কর্মসমিতির বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগান অ্যাথলেটিক্স কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছেন এশিয়ান গেমসে রুপোজয়ী বাংলার অ্যাথলিট সোমা বিশ্বাস। ফুটবলের বাইরে অন্য খেলার বিশিষ্টদের ক্লাবের সঙ্গে যুক্ত করতে পেরে খুশি ক্লাব সচিব। আগামী দিনে ক্লাবের আরও কী কী উন্নতি করা যায়, সে চেষ্টাও করছেন কর্তারা। সচিব দেবাশিস বলেছেন, ‘‘এর আগে গ্যালারিতে ভিভিআইপি বক্স ছিল না। সেনার অনুমতি পাওয়ার পর সে কাজ শুরু হয়েছে। প্রেস বক্সের পাশেই তা হচ্ছে। লিফটও থাকবে বক্সে যাওয়ার জন্য। শিল্ড জয়ী অমর একাদশের সম্মানে ক্লাব লনকেও সাজানো হচ্ছে। অ্যাওয়ে টিমের জন্য ড্রেসিংরুমে জায়গা বাড়ানো হচ্ছে। চুনী গোস্বামী নামাঙ্কিত ক্লাব গেটের কাজও শুরু হবে। উদ্বোধন হতে পারে মোহনবাগান দিবসে।’’