সংবাদদাতা, শিলিগুড়ি : হঠাৎ বিদ্যুতের ভোল্টেজ বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি। বিদ্যুৎহীন হয়ে পড়া ছাড়াও এর জেরে বিভিন্ন বাড়ির টিভি, ফ্রিজ, এসি মেশিন-সহ নানা বৈদ্যুতিক সামগ্রী ফেটে যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে আসছে বিশেষ প্রতিনিধি দল। বৃহস্পতিবার শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এক ও ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের পাঁচকেলগুড়ি, সিপাইপাড়া, দেওয়ানি বস্তি-সহ বেশ কয়েকটি পাড়ায় বিদ্যুৎ-বিপর্যয় হয়েছে।
আরও পড়ুন-রাজ্যে ২৩ থেকে ৪৬ টি জেলা করার ইচ্ছাপ্রকাশ মুখ্যমন্ত্রীর
সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা বিদ্যুৎ দফতরের। হঠাৎ দিনদুপুরে বিকট শব্দ করে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় ৩০০ বাড়ির। পাশাপাশি বহু বাড়িতেই টিভি, ফ্রিজ এসি, মিটার বক্স, পাখা ফেটে আগুনের ফুলকি ছিটকে ছিটকে পড়ে। আতঙ্কিত কয়েকশো পরিবার। দু-তিনজন সামান্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। খবর পেয়েই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। কারণে বের করতে বিদ্যুৎ দফতরের বিশেষ প্রতিনিধিদল আসছেন কলকাতা থেকে। বিদ্যুৎ-কর্মীরা তড়িঘড়ি কাজ শুরু করেছেন। তবে একসঙ্গে এতগুলো বাড়িতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্বাভাবিক করতে সময় লাগবে। এস এফ রোড বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার সুনীল লামা বলেন, হঠাৎ ভোল্টেজ বেড়ে গিয়েই সমস্যা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করছি।