ভাঙাচোরা রাস্তা মেরামত করলেন তৃণমূলকর্মীরাই

তারপর মাটি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করে তুললেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, মানুষের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই এই কাজ করেছেন তাঁরা।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় নেতা-কর্মীদের বলে দিয়েছেন বিপদে-আপদে মানুষের পাশে থাকতে। নেত্রীর কাজেকর্মে যে উৎসাহিত দলীয় কর্মীরা, সম্প্রতি হাতেকলমে তা করে দেখিয়েও দিলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানে গ্রামে চলাচলের মাটির রাস্তা ভেঙেচুরে গিয়ে চলার অযোগ্য হয়ে পড়েছিল। সেই রাস্তা মেরামত করে দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরাই। ঘটনাটি কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি পচাকান্দর গ্রামে।

আরও পড়ুন-হঠাৎ ভোল্টেজ বেড়ে বিদ্যুৎহীন ৩০০ বাড়ি ফাটল টিভি, ফ্রিজ, এসি

গ্রামের একাংশে ১০-১২টি পরিবারের চলাচলের মাটির রাস্তার অনেকটাই পাশে পুকুরের গ্রাসে চলে গিয়েছিল। সামনেই বর্ষার মরশুম, তার আগে এই মাটির রাস্তা সংস্কার না করা হলে চলাচলে সমস্যা হবে। খুবই অসুবিধের মধ্যে পড়বেন গ্রামবাসীরা। বিষয়টি জানিয়ে পঞ্চায়েতের কাছে আবেদন করেছিলেন স্থানীয়রা। তবুও কাজ শেষ হয়নি। কারণ, একশো দিনের প্রকল্পে মাটির রাস্তা সংস্কারের কাজ করার অনুমতি নেই। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে পচাকান্দর গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন বাঁশ দিয়ে পুকুরপাড় বাঁধিয়ে দিলেন। তারপর মাটি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করে তুললেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, মানুষের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই এই কাজ করেছেন তাঁরা।

Latest article