দুবাই, ১২ মে : আগামী বছর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। ছয় দলের সেই প্রতিযোগিতায় দল নামানোর কথা সরকারিভাবে ঘোষণা করল শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। আগেই আমিরশাহি ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নতুন টি-২০ টুর্নামেন্টে।
আরও পড়ুন-একে মেসি, প্রথম একশোয় বিরাট ফোর্বস তালিকায়
সেই মতো শাহরুখ, জুহি চাওলার নাইট রাইডার্স গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়েছে আমিরশাহী টি-২০ লিগের চেয়ারম্যান খালিদ আল জারুনির। নতুন লিগের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ। বলেছেন, ‘‘আমিরশাহির টি-২০ লিগের অংশ হতে পেরে আমরা খুবই খুশি। সন্দেহ নেই, আমরা দারুণ সাফল্য পাব। আগামী কয়েক বছরে নাইট রাইডার্সকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই। আমিরশাহিতে টি-২০ ক্রিকেটের সম্ভাবনা বেশ ভালই মনে হচ্ছে। আমরা তার অংশ হতে পেরে খুব খুশি।’’ শাহরুখ নিজে ক্রিকেটের দারুণ ফ্যান। তাঁর মালিকানায় সিপিএলে অংশ নিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বছরই নজর কেড়েছিল এই দল। কোচ হিসেবে ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। নতুন এই লিগেও তাঁর দল সাফল্য পাবে বলে জানিয়েছেন শাহরুখ। তবে এই দলে কারা খেলবেন, তা এখনও পরিষ্কার হয়নি।