একে মেসি, প্রথম একশোয় বিরাট ফোর্বস তালিকায়

গত ১২ মাসে সিআর সেভেনের আয় ১১৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার কোটি টাকা। নেইমারের আয় ৯৫ মিলিয়ন ডলার বা ৮২৫ কোটি টাকা।

Must read

লন্ডন, ১২ মে : ফোর্বসের বিচারে গত এক বছরে ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন লিওনেল মেসি। এই তালিকার প্রথম একশোর মধ্যে একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ বিরাট কোহলি। কিং কোহলি গত এক বছরে আয় করেছেন ৩৩.৯ মিলিয়ন ডলার।

আরও পড়ুন-লাভদায়ী এনএসপিসিএল-কেও বিক্রির চক্রান্ত কেন্দ্রের, কারখানা বিক্রি রুখতে আন্দোলন

প্রসঙ্গত, গত ১২ মাসে মেসি আয় করেছেন ১৩৩ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার ১৫৫ কোটি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার বাস্কেটবল তারকা লেব্রন জেমস। যিনি লেকার্সের হয়ে মার্কিন বাস্কেটবল লিগ এনবিএ-তে খেলেন। গত ১ বছরে জেমস আয় করেছেন ১২১.২ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫২ কোটি টাকা। তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে রোনাল্ডো ও নেইমার দ্য সিলভা। গত ১২ মাসে সিআর সেভেনের আয় ১১৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার কোটি টাকা। নেইমারের আয় ৯৫ মিলিয়ন ডলার বা ৮২৫ কোটি টাকা।

Latest article