শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত উঠছে প্রেসিডেন্ট বদলের দাবি

প্রেসিডেন্ট গোতাবায়াকেও দায়িত্ব ছাড়তে হবে। বোঝাই যাচ্ছে, শ্রীলঙ্কাবাসীর ক্ষোভের লক্ষ্য এতদিন ক্ষমতা ভোগ করে চলা রাজাপক্ষে পরিবার৷

Must read

প্রতিবেদন : আগুন জ্বলছে শ্রীলঙ্কায়। সেই আগুন এখনই নিভবে এমন সম্ভাবনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি দেশের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশের নতুন প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন রনিল বিক্রমসিঙ্ঘে। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বুধবারই প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপক্ষে গত সোমবার পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত হলেন রনিল। মাহিন্দা আপাতত প্রাণের ভয়ে নৌসেনার একটি ঘাঁটিতে সপরিবারে আশ্রয় নিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী রনিল এর আগেও একাধিকবার এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৪, ২০০১ থেকে ২০০৪, ২০১৫ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন-সাফল্য পাবই : শাহরুখ

কূটনৈতিক মহলে রনিল বিক্রমসিঙ্ঘে তাঁর ভারতপন্থী অবস্থানের জন্য পরিচিত। যদিও প্রেসিডেন্ট গোতাবায়া নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলেও দেশের বর্তমান অচলাবস্থা শিগগিরই কাটার লক্ষণ নেই। পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা পালিয়ে বাঁচলেও দফায় দফায় দেশের বহু নেতার বাড়িতে চড়াও হয়ে হামলা চালাচ্ছে বিক্ষুব্ধ জনতা। লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন৷ বিক্ষোভকারীদের দেখলেই গুলি করার যে সরকারি ফতোয়া জারি হয়েছে, তাকে পাত্তাই দিচ্ছেন না ক্ষুব্ধ জনগণ। চরম সঙ্কটে দেশের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে ​গিয়েছে৷ সব ক্ষোভ গিয়ে পড়েছে ক্ষমতাসীন নেতা–মন্ত্রীদের উপর৷ দেশের মানুষের সিংহভাগেরই দাবি, শুধু প্রধানমন্ত্রী বদলালে হবে না।

আরও পড়ুন-একে মেসি, প্রথম একশোয় বিরাট ফোর্বস তালিকায়

প্রেসিডেন্ট গোতাবায়াকেও দায়িত্ব ছাড়তে হবে। বোঝাই যাচ্ছে, শ্রীলঙ্কাবাসীর ক্ষোভের লক্ষ্য এতদিন ক্ষমতা ভোগ করে চলা রাজাপক্ষে পরিবার৷ এমন পরিস্থিতিতে এবার আদালতের রায়েও বিপাকে রাজাপক্ষে পরিবার। কারণ, প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কার আদালত। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে-সহ আরও ১৫ জনের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে৷ সেই কারণেই এই নির্দেশ কোর্টের৷

Latest article