চিনের কাছে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে পাকিস্তান। সেই ঋণ শোধ করতে না পেরে এবার পাক অধিকৃত কাশ্মীরের একাংশ চিনের হাতে তুলে দিতে চলেছে পাকিস্তানের নতুন সরকার। এই খবর সামনে আসতেই পাকিস্তানের গিলগিট বালতিস্তানের বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ঋণ মেটাতে খুব শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান প্রদেশের হুনজা উপত্যকা বেজিংকে ইজারা দিতে চলেছে পাকিস্তান।
আরও পড়ুন-মুখোমুখি দুই ভাই
এর ফলে বিপুল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ওই অঞ্চলে যাবতীয় খনিজ উত্তোলন করতে পারবে চিন। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা প্রবল বিক্ষোভ শুরু করেছেন। তাঁরা আশঙ্কা করছেন এবার জোর করে তাঁদের জমি কেড়ে নেওয়া হবে। ইতিমধ্যেই পাক সেনার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকটি ছোটখাটো সংঘর্ষ ঘটে গিয়েছে।