দায়িত্ব ছাড়ছেন!

পার্লামেন্টের অধিবেশনে রাজপরিবারের দু’জনকে উপস্থিত থাকতে হয়। সেই নিয়ম মেনেই চার্লসের সঙ্গে পার্লামেন্টে এসেছিলেন তাঁর পুত্র উইলিয়াম।

Must read

দীর্ঘ ৭০ বছরের অভ্যাসে হঠাৎই ছেদ পড়ল। এত বছর ধরে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনের সূচনায় ভাষণ দিতেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু এবার আর রানি নন, অধিবেশন শুরুর আগে ভাষণ দিলেন সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস। বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, রানির কিছু শারীরিক সমস্যা রয়েছে।

আরও পড়ুন-ঋণ মেটাতে জমি

সে কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। তাই তিনি পার্লামেন্টে হাজির থাকতে পারেননি। তবে রানির কী হয়েছে সে বিষয়ে রাজপরিবার বিস্তারিত কিছু জানায়নি। ঘটনার জেরে অনেকেই প্রশ্ন করেছেন, শারীরিক অসুস্থতার জন্য এবার কি সিংহাসনের দায়িত্ব ছাড়তে চলেছেন রানি? ব্রিটেনের সংবিধান অনুসারে রাজা বা রানিই পার্লামেন্টের অধিবেশন ডেকে থাকেন। পার্লামেন্টের অধিবেশনে রাজপরিবারের দু’জনকে উপস্থিত থাকতে হয়। সেই নিয়ম মেনেই চার্লসের সঙ্গে পার্লামেন্টে এসেছিলেন তাঁর পুত্র উইলিয়াম।

Latest article