চোট না সিএসকের সঙ্গে বিরোধ, জাদেজাকে নিয়ে তীব্র গুঞ্জন

দল ছাড়তে হয়েছিল প্রাক্তন তারকাকে। তবে এদিন খেলার আগে ধোনি বলেন, তাঁরা জাদেজাকে মিস করছেন। কিন্তু কেউ চোট পেলে কি করা যাবে।

Must read

মুম্বই, ১২ মে : গত এক দশকে চেন্নাই সুপার কিংস দলের গুরুত্বপূর্ণ অংশ রবীন্দ্র জাদেজা। সেই জাদেজাকেই ফ্র্যাঞ্চাইজি দলের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আনফলো করা হয়েছে। যা নিয়ে জোর গুঞ্জন এবং প্রশ্ন, তবে কি সিএসকে দলে সব কিছু ঠিক নেই? জাদেজা কি সত্যিই চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে! ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় দল খারাপ খেললে অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। তেমন কোনও কারণে দল থেকে বাদ দেওয়া হল না তো সিএসকে-র প্রাক্তন অধিনায়ককে?
গুঞ্জন বাড়িয়েছে সিএসকে শিবিরের একটি সূত্রের খবর। বলা হয়েছে, ‘‘জাদেজার চোট আছে এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এটাও সত্যি যে, জাদেজা ও সিএসকে ম্যানেজমেন্টের মধ্যে সব কিছু ঠিক নেই। অধিনায়কত্ব থেকে ওকে সরিয়ে দেওয়ার পর থেকে সব কিছু স্বাভাবিক হয়নি। জাদেজা হয়তো মনে করেছে, ও অসম্মানিত হয়েছে।’’

আরও পড়ুন-দায়িত্ব ছাড়ছেন!

দলের আরও একটি সূত্রের দাবি, জাদেজার নেতৃত্ব হারানো দলের ভিতরের পরিবেশ নষ্ট করেছিল। যে ভাবে বিষয়টি ঘটেছিল, সেটা জাদেজার ভাল লাগেনি। এমনকী জাদেজা নেতৃত্ব হারানোর পর যেভাবে সর্বসমক্ষে বিষয়টি তুলে ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি, সেটাও ভালভাবে নেন তিনি। সেদিন ধোনি বলেছিলেন, ‘‘আমার মনে হয় জাদেজা গত বছরই জেনে গিয়েছিল যে এই বছর ওকেই নেতৃত্ব দিতে হবে। প্রথম দু’টি ম্যাচে আমি সাহায্য করেছিলাম। এর পর ওকে ছেড়ে দিয়েছিলাম নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য। অধিনায়ক হলে অনেক দায়িত্ব এসে যায়। কাজ বাড়ায় সেটা ওর মনের উপর প্রভাব ফেলছিল। নেতৃত্বের বোঝা জাদেজার খেলায় ছাপ ফেলছে।’’

আরও পড়ুন-ঋণ মেটাতে জমি

জাদেজা ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে আর ফলো করছে না সিএসকে। তবে দলের সিইও কাশী বিশ্বনাথনের দাবি, শুধুমাত্র চোটের কারণেই দল ছাড়তে হয়েছে জাদেজাকে। চেন্নাইয়ের সিইও বলেছেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে আমি জানি না। তবে দলের তরফে বলতে পারি, আমাদের দলে কোনও সমস্যা নেই। জাদেজা সিএসকে পরিবারের অংশ, ভবিষ্যতেও তাই থাকবে।’’ এর আগে সিএসকে-র আর এক ঘরের ছেলে সুরেশ রায়নার সঙ্গেও দলের দূরত্ব বেড়েছিল। দল ছাড়তে হয়েছিল প্রাক্তন তারকাকে। তবে এদিন খেলার আগে ধোনি বলেন, তাঁরা জাদেজাকে মিস করছেন। কিন্তু কেউ চোট পেলে কি করা যাবে।

Latest article