মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি বেশ ভালভাবেই সারল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লা লিগা আগেই জিতে ফেলেছে দল। এবার লেভান্তেকে আধ ডজন গোলে হারিয়ে জুরগেন ক্লপের দলকে হুঁশিয়ারি দিয়ে রাখল কার্লো আনচেলোত্তির দল। এই হারে লা লিগায় অবনমন নিশ্চিত লেভান্তের।
আরও পড়ুন: ভেস্তে কয়লাপাচার
লিগ খেতাব নিশ্চিত হওয়ার পর এদিনই প্রথম করিন বেঞ্জেমা, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদরিচকে একসঙ্গে নামিয়ে দিয়েছিলেন রিয়াল (Real Madrid) কোচ। তার ফল? ব্রাজিলীয় ভিনিসিয়াসের হ্যাটট্রিক, বেঞ্জেমার নিজের একটি গোল এবং সতীর্থকে দিয়ে তাঁর গোল করানোর অভ্যাস এই ম্যাচেও বজায় রাখা। রিয়াল ঝড়ে রীতিমতো বেসামাল লেভান্তে। খেলোয়াড় পরিবর্তন করেও তাদের লাভ হয়নি। ভিনিসিয়াস হ্যাটট্রিক করেন ৮৩ মিনিটে। তার আগে ব্রাজিলীয় স্ট্রাইকার দু’টি গোল করেন ৪৫ ও ৬৮ মিনিটে। তবে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় আনসেলোত্তির দল। ১৩ মিনিটে ফেরলান্ড মেন্ডি গোল করে এগিয়ে দেন রিয়ালকে। ১৯ মিনিটে ব্যবধান ২-০ করেন বেঞ্জেমা। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে জোড়া গোলের নায়ক তরুণ ব্রাজিলীয় রডরিগো।