কিয়েভে ফের খুলছে ভারতীয় দূতাবাস

Must read

প্রতিবেদন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাতে কিয়েভ (Kyiv) থেকে দূতাবাস (Indian Embassy) সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। পোল্যান্ডের ওয়ারশ শহর থেকে অস্থায়ী দূতাবাসের কাজ চলছিল। শুক্রবার বিদেশমন্ত্রক জানিয়েছে, চলতি মাসের ১৭ তারিখ থেকে ফের কিয়েভে (Kyiv) খুলে যাবে ভারতীয় দূতাবাস (Indian Embassy)। স্বাভাবিক কাজ চলবে আগের মতোই। যদিও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঝাঁজ কমেনি। রাশিয়ার হানাদারিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কিয়েভের শহরতলির বিস্তীর্ণ এলাকা। অগুনতি মানুষের মৃতদেহ পড়ে রয়েছে রাস্তায়, অলিগলিতে। কিয়েভের অদূরে বোরোডিয়াঙ্কা শহরে মিলেছে গণকবর। রুশ সেনারা ইউক্রেনের সাধারণ নাগরিকদের হত্যা করে কবর দিয়েছে বলে অভিযোগ। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। শুক্রবার কিয়েভের পুলিশ চিফ আন্দ্রে নেবিতভ জানিয়েছেন, এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি মৃতদেহ উদ্ধার করেছেন তাঁরা। যার মধ্যে ৩০০টি দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবারও গণকবর থেকে উদ্ধার করা হয়েছে ৮০টি দেহ। তার মধ্যে বেশ কয়েকটি শিশুর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, বোরোডিয়াঙ্কায় নৃশংসতার নজির গড়েছে পুতিনবাহিনী। এলাকায় পৌঁছলেই ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়বে। এদিনের দৃশ্য বুচা শহরে রুশ সেনার গণহত্যার স্মৃতি উসকে দিয়েছে। এই পরিস্থিতিতে জেলেনস্কি আবারও জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান। সংবাদসংস্থা রয়টার্সের খবর, জেলেনস্কি আলোচনার একমাত্র শর্ত রেখেছেন, ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। পাশাপাশি জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, কোনও মধ্যস্থতাকারী নয়, শুধুমাত্র পুতিনের সঙ্গেই দেখা করবেন তিনি। অবশ্য এমন খবরও আসছে যে, শান্তি চুক্তির জন্য ইউক্রেন তাদের ভৌগোলিক সীমানা পুনর্গঠনও করতে পারে।

আরও পড়ুন: ভিনির হ্যাটট্রিক, ৬ গোল রিয়ালের

Latest article