প্রতিবেদন : নিলামে উঠতে চলেছে জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ব্যবহৃত বেশকিছু ব্যক্তিগত জিনিস। আর্থিক অঙ্কে নয় ঠিকই, কিন্তু রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে গান্ধীজির (Mahatma Gandhi) ব্যবহৃত এই সব জিনিসের বিপুল গুরুত্ব রয়েছে। এই নিলাম হবে লন্ডনে। নিলামকারী সংস্থা ইস্ট ব্রিস্টল অকশনস জানিয়েছে, সবমিলিয়ে গান্ধীর ব্যবহৃত ৭০টি জিনিস নিলামে উঠতে চলেছে। নিলাম হবে ২১ মে। সমগ্র বিশ্বের ইতিহাসের প্রেক্ষাপটে বলা যেতে পারে, নিলামে উঠতে চলা জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত সামগ্রীর প্রাথমিক দর স্থির হয়েছে অন্তত পাঁচ লক্ষ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ৫ কোটি টাকারও বেশি। তবে নিলামকারী সংস্থার অনুমান, নিলামে এর চেয়েও বেশি দাম দিয়ে কেনার মতো ক্রেতা পাওয়া যাবে। কারণ ২০২০ সালে গান্ধীর একটি চশমা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকায় বিক্রি হয়েছিল।
এবারের নিলামে গান্ধীর ব্যবহৃত কোন কোন জিনিস ঠাঁই পাচ্ছে তা একবার দেখা যাক। নিলামে উঠতে চলেছে গান্ধীর ব্যবহার করা দুই জোড়া খড়ম, জীবিত অবস্থায় তোলা শেষ ছবি, জেল থেকে লেখা চিঠি, লবণ সত্যাগ্রহের সময় উপহার পাওয়া উত্তরীয়, রোদচশমা, গান্ধীজির নিজের হাতে তৈরি কটিবস্ত্র-সহ বেশ কিছু ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী। নিলামকারী সংস্থা আরও জানিয়েছে, গান্ধীর ব্যবহৃত এই সমস্ত জিনিসগুলি সংগ্রহ করতে তাদের বহু বছর সময় লেগেছে। বিভিন্ন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে এই সমস্ত সামগ্রী সংগ্রহ করা হয়েছে। নিলামকারী সংস্থা মনে করছে, এবারের নিলামে সবথেকে বড় আকর্ষণ গান্ধীর শেষ ছবি। যেটা ১৯৪৭ সালে দিল্লির বিড়লা হাউসের সামনে তোলা হয়েছিল। নিলামকারী সংস্থার দাবি, যে জায়গায় গান্ধীর ছবিটি তোলা হয়েছিল ঠিক সেখানেই তাঁকে হত্যা করা হয়েছিল। ওই ছবিটা তুলেছিলেন গান্ধীজির ব্যক্তিগত চিকিৎসক ডক্টর কানুগা বা স্ত্রী নন্দুবহেন।
আরও পড়ুন: কিয়েভে ফের খুলছে ভারতীয় দূতাবাস