মুম্বই : আইপিএল (IPL) শেষ প্যাট কামিন্সের (Pat Cummins)। জোর ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। ফলে প্লে অফে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ শেষ দু’টি ম্যাচে (IPL) কামিন্সকে (Pat Cummins) পাবে না নাইটরা (KKR)। শনিবারই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কেকেআর।
কোমরের পিছনের অংশে চোটে কাবু কামিন্স। বল এবং ব্যাট করতেও সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়ার (Australia) টেস্ট অধিনায়কের। চিকিৎসার জন্য তিনি দেশে ফিরে যাচ্ছেন। সিডনিতে তিনি চিকিৎসা করাবেন। সম্পূর্ণ সুস্থ হতে তাঁর দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। ২৮ জুন থেকে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে সুস্থ হয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ইংল্যান্ডের ক্রিকেট-ভাগ্য ফেরাতে চান ম্যাকালাম
চলতি আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে সাতটি উইকেট পেয়েছেন কামিন্স। দুর্দান্ত ব্যাট করেও একটি ম্যাচে দলকে জয় এনে দেন অস্ট্রেলীয় তারকা। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ছন্দে ছিলেন কামিন্স। এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও তার আগে টানা চার ম্যাচে তাঁকে প্রথম একাদশের বাইরে রেখেছিল কেকেআর। এখন কামিন্সকে ছাড়াই পরিকল্পনা করতে হবে নাইট ম্যানেজমেন্টকে।
অঙ্কের হিসেবে এখনও আইপিএলের নকআউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে কেকেআরের সামনে। এমন একটা সময় কামিন্সের ছিটকে যাওয়া নিশ্চিতভাবেই শ্রেয়সদের কাছে বড় ধাক্কা।
আরও পড়ুন: ভিনির হ্যাটট্রিক, ৬ গোল রিয়ালের