গোয়েন্দা-জালে প্রতারণার কিংপিন

Must read

প্রতিবেদন : দুর্নীতির বীজ পুরুলিয়ায় (Purulia)। প্রতারণার জাল ছড়িয়ে পড়েছিল কলকাতা মহানগরী-সহ গোটা রাজ্যে। সেই চক্রেরই কিংপিনকে হাতেনাতে ধরে ফেলল সিআইডি (CID)। ধরা পড়ে গেল মূল পান্ডার কয়েকজন শাগরেদও। সাধারণ মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে লাখ লাখ টাকা প্রতারণা করছিল এই চক্রটি। কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় ঝাঁ-চকচকে অফিসও খুলে বসেছিল এই চক্রের লোকজন। কিন্তু শেষরক্ষা হল না। পুরুলিয়ায় কেন্দু থানায় দায়ের হওয়া একটি অভিযোগের সূত্র ধরে শুক্রবার সিআইডি-র (CID) গোয়েন্দারা আচমকাই হানা দেন শহরের ৪-৫ জায়গায়। লালবাজারের কাছে আর এন মুখার্জি রোডে একটি বহুতলে অভিযান চালায় গোয়েন্দাদল। চলে চিরুন-তল্লাশি। সেখানেই গোয়েন্দারা খুঁজে পান প্রতারণাচক্রের পান্ডা সন্দীপ বিশ্বাসকে। গ্রেফতার করা হয় সন্দীপকে। জালে পড়ে কিংপিনের কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীও। আটক করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিও।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, প্রতারণাচক্রের লোকেরা নিজেদের সুসজ্জিত অফিসে বসে বিভিন্ন নম্বরে ফোন করত। কাউকে বাড়িতে মোবাইলের টাওয়ার বসানোর অফার দেওয়া হত, আবার কাউকে বন্ধ হয়ে যাওয়া বিমার পলিসি নতুন করে চালু করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। ফাঁদে পা দিলেই সর্বনাশ! এইভাবেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত প্রতারকরা।

আরও পড়ুন: হাওলা নিয়ে ন’টি জায়গায় তল্লাশি

Latest article