প্রতিবেদন : কংগ্রেসের চিন্তনশিবিরে নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ শুক্রবার রাজস্থানের জয়পুরে শুরু হয়েছে কংগ্রেসের বহুচর্চিত তিনদিনের চিন্তনশিবির৷ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কংগ্রেসের সাংগঠনিক সঙ্কট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা৷ প্রথম দিনের বক্তৃতায় বিজেপি সরকারকে তুলোধোনা করলেন সোনিয়া৷ বললেন, গোটা দেশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন৷ সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন সংখ্যালঘুরা৷ তাঁদের উপর অত্যাচার ভয়ঙ্কর বেড়ে গিয়েছে৷
আরও পড়ুন-আগে আসছে বর্ষা
মোদি সরকার একদিকে সমাজে বিদ্বেষ ও বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে এবং অন্যদিকে একের পর এক জনবিরোধী কাজ করছে৷ কংগ্রেস নেত্রীর কথায়, মোদি সরকারের নীতি হল, যত বেশি পার হিংসার রাজনীতি কর, আর সরকারি কাজ কম কর৷ শুধুই মেরুকরণের রাজনীতি৷ কেন্দ্রীয় সরকারকে সমালোচনায় বিদ্ধ করলেও নিজের দলের সাংগঠনিক দুরবস্থা নিয়ে যথেষ্ট বিব্রত কংগ্রেস সভানেত্রী৷ নেতৃত্বে বদলের দাবি উঠেছে ইতিমধ্যেই৷ অথচ ক্ষমতার রাশ ছাড়তে নারাজ গান্ধী পরিবার৷