আগে আসছে বর্ষা

বরং সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বাড়বে গরম এবং আর্দ্রতা। বর্ষা যদি আগে আসে তাতে কৃষিকাজ ভাল হবে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

Must read

চলতি বছরে নির্দিষ্ট দিনের কয়েকদিন আগেই ভারতে আসতে চলেছে বর্ষা। নির্দিষ্ট সময়ে অর্থাৎ ২২ মের ঠিক এক সপ্তাহ আগে ১৫ মে রবিবার আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। বিশেষজ্ঞরা মনে করছেন, অশনির কারণেই এবার দেশে আগে ঢুকতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।

আরও পড়ুন-হারানো দিনের স্মরণীয় নায়িকা বিনতা রায়, আজও মনের মণিকোঠায়

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শক্তিশালী হওয়ায় উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, সিকিম-সহ উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য আপাতত তেমন কোনও আশার খবর নেই। বরং সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বাড়বে গরম এবং আর্দ্রতা। বর্ষা যদি আগে আসে তাতে কৃষিকাজ ভাল হবে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

Latest article