সংবাদদাতা, সিউড়ি : জুলাইয়ে শেষে স্পেশাল অলিম্পিক্স ইউনিফায়েড ফুটবলের আসর বসছে আমেরিকায়। মিশিগানের ডেট্রয়েট শহরে। ভারতের মহিলা ফুটবল দল অংশ নেবে প্রতিযোগিতায়। এই দলে জায়গা পেয়েছেন সিউড়ি ১ নম্বর ব্লকের কাঁটাবুনি গ্রামের আদিবাসী মেয়ে পাপিয়া মুর্মু (Papia Murmu)। জেলা পুলিশের পক্ষ থেকে পাপিয়াকে সংবর্ধনা জানিয়ে সিউড়ি থানায় অনুষ্ঠান হয়। হাতে তুলে দেওয়া হয় ফুটবল, জার্সি ও আর্থিক অনুদান৷ আগাম শুভেচ্ছা জানানো হয় স্পেশাল অলিম্পিক্স ফুটবলে অংশগ্রহণের জন্য। জেলা শিক্ষা দফতর সূত্রে জানা যায়, জাতীয় মহিলা ফুটবল দলে পাপিয়ার (Papia Murmu) সুযোগ আসে মাস দেড়েকে আগে। জাতীয় দলের ট্রায়ালে ডাক পান তিনি। মার্চের শুরুতে গুজরাটের গান্ধীনগরে পাঁচ দিনের জাতীয় ট্রায়াল ক্যাম্পে ডাক পান বিভিন্ন রাজ্যের ২০ জন তরুণী। পশ্চিমবঙ্গের তিনজনের মধ্যে সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী পাপিয়াও ছিলেন। প্রসঙ্গত, ইউনিফায়েড স্পোর্টসের ভাবনায় ২০১৩ সাল থেকে হয়ে আসছে স্পেশাল অলিম্পিকের আয়োজন।
আরও পড়ুন: চিন থেকে সরল এশিয়ান কাপ