চিন থেকে সরল এশিয়ান কাপ

Must read

কুয়ালালামপুর : চিনে (China) কোভিড সংক্রমণ বাড়ায় চলতি বছরের এশিয়ান গেমস (Asian Cup) স্থগিত হয়েছে। তার মধ্যেই ফের ধাক্কা। চিনে (China) এশিয়ান কাপ ফুটবলের মূলপর্ব হবে না। ২০২৩ এশিয়ান কাপ (Asian Cup) আয়োজনের স্বত্ব ছেড়ে দিল তারা। শনিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই ঘোষণা করল। ফলে আগামী মাসে কলকাতায় চূড়ান্ত বাছাইপর্বের ম্যাচ জিতে এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে চিনে যেতে হবে না সুনীল ছেত্রীর ভারতকে। এশিয়ান কাপের নতুন ভেনু জানাবে এএফসি। ফুটবলে এশিয়ার সেরা দেশ বাছার প্রতিযোগিতা এএফসি এশিয়ান কাপ। বিশ্বকাপের মতো প্রতি চার বছর অন্তর হয় এই প্রতিযোগিতা। উপমহাদেশের ২৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী বছর ১৬ জুন থেকে ১৬ জুলাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চিনের ১০টি শহরে। এদিন এএফসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘চিনে কোভিড পরিস্থিতি নিয়ে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) সঙ্গে দীর্ঘ আলোচনার পর এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) জানানো হয়েছে, ২০২৩ এএফসি এশিয়ান কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না।’’

আরও পড়ুন: পৃথ্বীকে নিয়ে জল্পনা জারি

Latest article