‘শতাব্দীর মুখ’ সাম্প্রতিক সময়ের একটি উল্লেখযোগ্য পত্রিকা। প্রকাশিত হচ্ছে ১৯৮৫ সাল থেকে। এই পত্রিকার দেখা গেছে প্রবীণ এবং নবীনের মেলবন্ধন। একটা সময় রেজিস্ট্রেশন করাতে গিয়ে নাম হয়ে যায় ‘কবিতা এবং কবিতা’। পত্রিকার বিভিন্ন সংখ্যার কিছু উল্লেখযোগ্য লেখা নিয়ে সম্প্রতি দেবদুলাল পাঁজার সম্পাদনায় আবিষ্কার থেকে প্রকাশিত হয়েছে ‘নির্বাচিত শতাব্দীর মুখ’। আছে কবিতা, গল্প, গদ্য রচনা, সাক্ষাৎকার ইত্যাদি। লেখক তালিকায় আছেন শুদ্ধসত্ত্ব বসু, কেদার ভাদুড়ী, আলোক সরকার, কবিরুল ইসলাম, তরুণ সান্যাল, অলোকরঞ্জন দাশগুপ্ত, পূর্ণেন্দু পত্রী, বিনয় মজুমদার, কালীকৃষ্ণ গুহ, সুবোধ সরকার, ঝড়েশ্বর চট্টোপাধ্যায় প্রমুখ। সংগ্রহযোগ্য সংকলনটির দাম ২০০ টাকা।
আরও পড়ুন-বেরিয়ে এলেন বুদ্ধদেব
মন্দাক্রান্তা পত্রিকা
সুবর্ণ রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘মন্দাক্রান্তা’-র বসন্ত সংখ্যা। শুরুতেই বিভিন্ন প্রজন্মের কবির একগুচ্ছ কবিতা। ভাল লাগে শংকর চক্রবর্তীর ‘তবু দাউ দাউ’, তাপস ওঝার ‘রাতের নির্দেশ-কথা’, শুভঙ্কর দাসের ‘জন্মদেশ’। দুটি কবিতায় বনশ্রী রায় দাসের উচ্চারণ মন ছুঁয়ে যায়। উত্তরণ বিভাগে লিখেছেন গৌতম হাজরা। শিরোনাম ‘কবি বিনয় মজুমদারের দিনলিপি : শিমুলপুরে লেখা’। অসাধারণ এই লেখায় ফুটে উঠেছে এক স্বনির্বাসিত কবির জীবন ও অন্তর্জীবনের কথা। মননকথা লিখেছেন বিপ্লব গঙ্গোপাধ্যায়। শিরোনাম ‘সমীর রক্ষিতের ছোটগল্প এবং অপরাজেয় মানুষের বিশ্বচেতনা’। ভাল লাগে। আড়চোখে বিভাগে লিখেছেন ফটিক, বেণু সরকার, উত্তম চৌধুরি প্রমুখ। চমৎকার সংখ্যা। সংগ্রহে রাখার মতো। দাম ১০০ টাকা।
আরও পড়ুন-গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার
অণুগল্পের সমাহার
সম্প্রতি মফসসল বাংলা সাহিত্য আকাদেমি থেকে প্রকাশিত হয়েছে ২৭৬ পৃষ্ঠার একটি সুদৃশ্য সংকলন ‘অনুগল্পের সমাহার’। আছে দুই লেখকের বেশকিছু অণুগল্প। প্রথমে মদন ঘোষ। তিনি লিখছেন তিন দশকের বেশি সময় ধরে। তাঁর বিভিন্ন গল্পে ফুটে উঠেছে পারিপার্শ্বিক সমাজের ছবি। সহজ সরল ভাষায় লেখা। কাহিনি এবং বিন্যাসে কোথাও কোনও জটিলতা নেই। পড়তে ভাল লাগে। দ্বিতীয় অংশে আছে চন্দ্রনাথ বিশ্বাসের লেখা। এই লেখকের পরিচিতি মূলত ছড়াশিল্পী হিসেবে। তাঁর অণুগল্পগুলোয় আছে অসুস্থ সমাজের প্রতি সংযত বার্তা। যা মানবিক দীনতা দূর করে মূল্যবোধ জাগাতে সাহায্য করে। কোনও কোনও গল্পে মিশিয়ে দিয়েছেন বিশুদ্ধ হাস্যরস। আশা করি পাঠকপ্রিয়তা লাভ করবে। দাম ৩০০ টাকা।