নয়াদিল্লি : দেশজুড়ে (India) শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ চড়ছে ৪৫ থেকে ৪৭ ডিগ্রিতে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। বেড়েছে কয়লার সঙ্কট (Coal Crisis)। আমজনতাকে আরও বিপাকে ফেলতে তৈরি হয়েছে বিদ্যুতের (Power) দাম বাড়ার আশঙ্কা। অর্থনৈতিক রেটিং সংস্থা আইসিআরএ (ICRA) জানিয়েছে, আমদানি করা কয়লার ওপর ভরসা করায়, সরবরাহের খরচ বাড়ছে। আমদানি খরচ বাড়ায় বিদ্যুতের মাশুল বাড়ার আশঙ্কা করছে এই এজেন্সি। দেশের বেশিরভাগ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রয়োজনের তুলনায় কয়লার মজুত তলানিতে এসে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে কয়লা (Coal Crisis) আমদানি করতে বাধ্য হচ্ছে দেশ। আইসিআরএ-র সমীক্ষা অনুযায়ী, চলতি অর্থবর্ষে কয়লার আমদানি খরচ ৫ শতাংশ বাড়তে পারে। ৫ মে এক নির্দেশিকায় বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে আমদানি করা কয়লার ওপর নির্ভরশীল তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে তাদের উৎপাদন শক্তির পুরো মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে হবে। ৩১ অক্টোবর পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। এপ্রিলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে সরবরাহ করা কয়লার পরিমাণ ছিল ৬১.৮১ মেট্রিক টন। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, গত অক্টোবর থেকেই আমদানি করা কয়লার দাম কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে বিদ্যুৎ উৎপাদন ৯.২৬ শতাংশ বেড়েছে। গত মার্চের তুলনায় চলতি বছরের মার্চে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২.২৫ শতাংশ। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, দেশের ১৭৩টি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য প্রয়োজন ৬৬.৪৯ মেট্রিক টন কয়লা।
আরও পড়ুন: কংগ্রেস নেতাদের ক্ষমতার লোভেই দেশভাগ!