প্রতিবেদন : কলকাতায় প্রথম পরিবেশবান্ধব বেসরকারি সিএনজি বাস পরিষেবা শুরু হল। সোমবার নিউ টাউন থেকে প্রথম পর্যায়ে এরকম পাঁচটি বাসের আনুষ্ঠানিক সূচনা করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সিটি সুবার্বান বাস সার্ভিসেসের তরফে এই পরিষেবা নিউ টাউনের সাপুরজি থেকে উল্টোডাঙা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী জানান, রাজ্য সরকার দ্রুত পরিবেশবান্ধব সিএনজি ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে বদ্ধপরিকর।
আরও পড়ুন-দাবি মেনে পরীক্ষা হবে অনলাইনেই
বাসের জ্বালানি গ্যাস সরবরাহের জন্য একটি সংস্থার সঙ্গে রাজ্য সরকার কথা বলেছে। আগামী সপ্তাহের মধ্যেই কসবাতে সিএনজি স্টেশন চালু করা হবে। পাশাপাশি সব ট্রাম ডিপোতে চার্জিং স্টেশন তৈরির ব্যবস্থা করা হচ্ছে। সিইএসসি এবং বিদ্যুৎ বণ্টন কোম্পানির সঙ্গে কথা বলে ভবিষ্যতে সিএনজি এবং ব্যাটারিচালিত গাড়ির জন্য কলকাতা এবং বৃহত্তর কলকাতায় চার্জিং স্টেশন তৈরি করা হবে বলেও তিনি জানিয়েছেন। সিটি সুবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটো সাহা বলেন, সিএনজি বাস পরিষেবা চালুর পাশাপাশি, পুরনো বাসগুলিকে সিএনজিতে রূপান্তরিত করার জন্য পরিবহণমন্ত্রী তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছেন। পরিবেশবান্ধব বাসের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।