সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৫ জন। অসুস্থদের লালবাগ মহাকুমা হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই প্রশাসন অসুস্থদের চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সোমবার বেলা ১১টা নাগাদ মুর্শিদাবাদ পুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ওল্ড রেজিস্ট্রি মোড়ের ঘটনা। ওখানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি জলের ট্যাঙ্ক ছিল।
আরও পড়ুন-দাবি মেনে পরীক্ষা হবে অনলাইনেই
ট্যাঙ্কটি পুরনো হয়ে ভেঙে পড়ার কারণে সম্প্রতি পিএইচই দফতর ভেঙে নতুন ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা নেয়। সোমবার সকালে বাসিন্দারা হঠাৎ প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ পেতে থাকেন। প্রথমে অনেকেই মনে করেন কারও বাড়ি থেকে রান্নার গ্যাস লিক করেছে। কিছুক্ষণের মধ্যেই একে একে বিভিন্ন বাড়ি থেকে ঝাঁঝালো গন্ধের প্রকোপে একাধিক ব্যক্তির অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল ও মুর্শিদাবাদ থানার আধিকারিকেরা।
আরও পড়ুন-পথে পরিবেশবান্ধব সিএনজি বাস
যান মুর্শিদাবাদ পুরপ্রধান ললিতা দাস নন্দী, তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনি সিংহ রায় প্রমুখ। ললিতা জানান, ‘প্রায় ৩০-৪০ বছর আগে জল পরিশোধনের কাজে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হত। তারই কিছু অব্যবহৃত সিলিন্ডার জলের ট্যাঙ্কটি যেখানে ছিল সেখানে মাটির নিচে রাখা ছিল। সকালে জেসিবি মেশিন দিয়ে খোঁড়াখুঁড়ির সময় সম্ভবত কোনও সিলিন্ডার ফুটো হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। লালবাগ মহকুমা হাসপাতালে প্রায় ১৫ জন ভর্তি হয়েছেন। বাবলু পণ্ডিত নামে বছর ষাটের একজন গুরুতর অসুস্থ। তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’