মঙ্গলবার তিন দিনের জঙ্গলমহল সফরে গিয়ে মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে পূর্ত দফতরের প্রতি ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি কমিউনিটি হল ও দু’টি বড় গেট তৈরির খরচ হিসেবে ৩০-৪০কোটি টাকার খরচের হিসেব দেয় পিডব্লিউডি। মেদিনীপুর (Medinipur) শহরে প্রদ্যোৎ স্মৃতি সদনে প্রশাসনিক সভায় এই কথা জানতে পারেন তিনি। পূর্ত দফতরের কাজকর্মের খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বান্দ্যপাধ্যায় বলেন, ‘‘পিডব্লিউডি-র বড্ড বেশি খাই। ওদের দিয়ে সব কাজ করানোর দরকার নেই।’’
আরও পড়ুন-এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা একটু বেশি টাকা ধরে। ওদের কাজ দেবে না। কাজ করতে গেলে এমন বাজেট দেয় যে, বলার না।’’ তিনি পাশাপাশি অভিযোগ করেন প্রথমে কম টাকা বাজেট দিলেও পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে দেয় পূর্ত দফতর।
সেই সময়ে সংশ্লিষ্ট আধিকারিকের থেকে প্রকল্প-রিপোর্ট চান মুখ্যমন্ত্রী। জানানো হয়, একটি কমিউনিটি হল ও দু’টি বড় গেট তৈরিতে ৩০-৪০ লক্ষ টাকা লাগবে। পরে আরও অর্থ লাগবে বলেও জানান তিনি। কিন্তু মমতা জানান, সব কাজ ৬ কোটির মধ্যেই শেষ করতে হবে।
আরও পড়ুন-জয় অভিষেক-রুজিরার: জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই, জানাল সুপ্রিম কোর্ট
মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, প্রয়োজনে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও এইচআরবিসি-র ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। বলেন, ‘‘৫০ লক্ষ টাকায় কালীঘাট মোড়ে অতবড় গেট করেছি। কলকাতায় তো এত কিছুর নির্মাণ হয়, তাতে তো এত খরচ হয় না।’’ PWD-র বাজেট নিয়ে যে তিনি বেজায় ক্ষুব্ধ তা স্পষ্ট বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী।