জয় অভিষেক-রুজিরার: জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই, জানাল সুপ্রিম কোর্ট

Must read

সুপ্রিম কোর্টে (Supreme court) জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee)। মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তদন্তকারী এজেন্সি ইডিকে (Enforcement Directorate) কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে।

কয়লা মামলায় (Coal Case) অভিষেক (Abhishek Banerjee) এবং রুজিরাকে (Rujira Banerjee) বারেবারে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়। অভিষেক দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এবং সেইসঙ্গে কোর্টের কাছে আবেদন রাখেন তাঁকে প্রয়োজনে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হোক। এর পেছনে অভিষেকের তরফে যুক্তি ছিল – ১) এই মামলায় তিনি অভিযুক্ত নন, ২)কলকাতাতে যতবার ডাকা হয়েছে তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। তাঁর স্থায়ী ঠিকানা কলকাতা। অভিষেকের আইনজীবীর এই যুক্তিকে মান্যতা দিয়ে বিচারপতি ইডির আইনজীবীকে দিল্লি ডেকে আনার কারণ জানতে চান। কারণের উত্তর না দিয়ে সময় চাওয়া হয়েছিল। মঙ্গলবার শুনানিতে স্পষ্ট ভাষায় ইউ ইউ ললিত, রবীন্দ্র ভাট শুধাংশু ধুলিয়া বেঞ্চ জানায়, জিজ্ঞাসাবাদ করলে কলকাতাতেই করতে হবে।

আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দাবি গবেষকদের

সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিশ্চিতভাবে অভিষেক রুজিরার জয়। এই ঘটনার মধ্যে অনেকেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছে। কোর্টের রায়ে সত্যেরই জয় হল।

Latest article