বিশ্ববাজারে রেকর্ড করল গমের দাম

Must read

প্রতিবেদন : একদিকে উৎপাদন কম, অন্যদিকে দেশে রয়েছে বিপুল চাহিদা। সে কারণে ভারত সরকার গম (Wheat Prices) রফতানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে গমের দাম। সোমবার ইউরোপের বাজারে ১ টন গমের দাম বেড়ে হয়েছে ৪৩৫ ইউরো। রাশিয়া ও ইউক্রেনের (Russia- Ukraine War) মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় গোটা বিশ্বেই গমের জোগান বেশ কমেছে। স্বাভাবিকভাবেই যুদ্ধ এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিশ্ববাজারে গমের দাম বাড়তে শুরু করেছিল। এরপর ভারত গম রফতানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় সেই দাম লাফিয়ে বেড়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উৎপাদন আবহাওয়াজনিত কারণে এবার অনেকটাই কমেছে। পাশাপাশি দেশের প্রায় ১৪০ কোটি মানুষের চাহিদাও বিপুল। তাই ভারতের পক্ষে গম রফতানি করা সম্ভব নয়। তবে ভারতের গম (Wheat Prices) রফতানি নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে জি-৭ গোষ্ঠী। জার্মানির কৃষিমন্ত্রী জি-৭ এর অন্যতম সদস্য, কেম ওজডেমির বলেছেন, সব দেশেই যদি রফতানি বন্ধ করে দেয় তবে গোটা বিশ্বেই খাদ্যসঙ্কট তৈরি হবে। তাই ভারতের এই সিদ্ধান্ত ঠিক নয়। তবে এই পরিস্থিতিতে নয়াদিল্লির পাশে এসে দাঁড়িয়েছে চিন। বেজিং সাফ জানিয়েছে, চলতি খাদ্যসঙ্কটের জন্য ভারতকে কখনওই দোষ দেওয়া যায় না। জি-৭ গোষ্ঠী যদি বিশ্বের খাদ্যসঙ্কট (Food Crisis) নিয়ে এতটাই চিন্তিত তবে তারা নিজেরা রফতানির পরিমাণ বাড়াচ্ছে না কেন? তাছাড়া আমেরিকা, কানাডার মতো দেশও বিপুল পরিমাণ গম রফতানি করে। তারা কেন রফতানি বাড়াচ্ছে না?

আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দাবি গবেষকদের

Latest article