কিমের ক্ষোভ

Must read

গত কয়েকদিনের মধ্যেই দেশে লাগামছাড়া ভাবে বেড়েছে করোনা সংক্রমণ। এ ঘটনায় দেশের স্বাস্থ্য কর্তাদের উপর প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (North Korea President Kim Jong-un)। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট (Kim Jong-un)। সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাওয়ায় দেশের স্বাস্থ্য বিভাগের কর্তাদের তুলোধোনা করেছেন প্রেসিডেন্ট। পাশাপাশি দেশের সমস্ত ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন। কিম জানিয়েছেন, কেউ এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি পর্যালোচনা করতে স্বাস্থ্য বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কিম। সেখানেই তিনি বলেন, করোনা প্রতিরোধ করতে যাঁদের সক্রিয় হওয়ার কথা ছিল তাঁরা সেই কাজ করেননি। আপাতত পরিস্থিতি সামাল দেওয়া দরকার। তারপর দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন তিনি।

আরও পড়ুন: বেফাঁস ইমরান

Latest article