সংবাদদাতা, জলপাইগুড়ি : রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন। মঙ্গলবার ভোরের ঘটনা, চালসা রেল স্টেশনে। এদিন ভোরে হঠাৎ একটি গাছ স্টেশনের লাইনের ওপর পড়ে যায়। ফলে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য। তবে ওই সময় স্টেশনে কোনও যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। গাছ পড়ার খবর পেয়ে এলাকার লোকজন এসে লাইন থেকে গাছ সরানোর কাজে হাত লাগান।
আরও পড়ুন-ময়নাগুড়ি নাবালিকা-কাণ্ডে মুখ পুড়ল বিজেপির, রাজ্যের তদন্তে হাইকোর্টের আস্থা
খবর পেয়ে চলে আসেন স্টেশন মাস্টার। তাঁর তত্ত্বাবধানে রেলকর্মী ও স্থানীয় জনগণের যৌথ প্রয়াসে লাইন থেকে গাছ সরানো হয়। এরপরেই ওই রুটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এই রুটে কয়েকটি লোকাল ট্রেন ও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল করে। সেই সঙ্গে প্রচুর মালগাড়িও এই রুটে চলে। লাইনে গাছ পড়ার ফলে বেশ কিছু ট্রেনকে অন্য স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।