ময়নাগুড়ি নাবালিকা-কাণ্ডে মুখ পুড়ল বিজেপির, রাজ্যের তদন্তে হাইকোর্টের আস্থা

আদালতও তাঁদের তদন্তে আস্থা রেখেছে। আদালত যেভাবে নির্দেশ দেবে তাকে মান্যতা দিয়ে তাঁরা সেই নির্দেশ পালন করবেন

Must read

বিরোধীপক্ষের আইনজীবী : তাঁদের বিশ্বাস, নির্যাতিতার বাবাকে ভুল বুঝিয়ে টিপসই নেওয়া হয়েছে এবং প্রকৃত ঘটনা চাপা দেওয়া হয়েছে।প্রধান বিচারপতিদ্বয় : জলপাইগুড়ির ডিআইজি এই মামলার তদন্তের গতিবিধির ওপর নজর রাখবেন এবং ২০ তারিখ মামলার রিপোর্ট হাইকোর্টে পেশ করবেন।

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যসাথী ফেরালেই হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ

উচ্চআদালত রাজ্য পুলিশের তদন্তে ফের আস্থা প্রকাশ করায় এদিনও উচ্চ আদালতে মুখ পুড়ল বিজেপির। বেরিয়ে এল তাদের নোংরা রাজনীতির কঙ্কাল। ময়নাগুড়ি নাবালিকা-কাণ্ডে আগের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ফের শুনানি হয় প্রধান বিচারপতির এজলাসে।

আরও পড়ুন-অবশেষে হেরিটেজ তকমা পেল পশ্চিম মেদিনীপুরের রানি শিরোমণি গড়

সেখানে বিরোধীপক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন, নির্যাতিতার বাবাকে জোর করে নথিতে টিপসই করিয়ে নেওয়া হয়েছে৷ ফের আরও একবার নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলার জন্য আবেদন করেন বিরোধীপক্ষের আইনজীবী। কিন্তু আদালত তাঁর এই আবেদন নামঞ্জুর করে। পাশাপাশি এই ঘটনার তদন্ত ঠিকভাবেই হচ্ছে বলেই মত পোষণ করে। তখন বিরোধীপক্ষের আইনজীবী বলেন, তাঁদের বিশ্বাস, নির্যাতিতার বাবাকে ভুল বুঝিয়ে টিপসই নেওয়া হয়েছে এবং প্রকৃত ঘটনা চাপা দেওয়া হয়েছে। এর জন্য উচ্চ কোনও পদাধিকারীকে দিয়ে ঘটনার তদন্তের দাবিও জানান তাঁরা। সম্পূর্ণ শুনানির পর প্রধান বিচারপতিদ্বয় নির্দেশ দেন, জলপাইগুড়ির ডিআইজি এই মামলার তদন্তের অগ্রগতির ওপর নজর রাখবেন এবং ২০ তারিখ মামলার রিপোর্ট হাইকোর্টে পেশ করবেন। পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ঘটনার তদন্ত ঠিক পথেই হচ্ছে। আদালতও তাঁদের তদন্তে আস্থা রেখেছে। আদালত যেভাবে নির্দেশ দেবে তাকে মান্যতা দিয়ে তাঁরা সেই নির্দেশ পালন করবেন।

Latest article