প্রতিবেদন : রাজ্যের চা-বাগানগুলিতে রাজ্য সরকারের ‘চাসুন্দরী’-র মতো জনমুখী প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে প্রচারে নামছে তৃণমূল শ্রমিক সংগঠন। মঙ্গলবার শিলিগুড়িতে আইএনটিটিইউসি অনুমোদিত চা-বাগান শ্রমিকদের একমাত্র ইউনিয়ন ‘তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন’-এর ষষ্ঠ কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন-ফের ৩ অধ্যাপককে শোকজ বিশ্বভারতীর
বৈঠকে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ কোর কমিটির সদস্যরা। ঋতব্রত জানান, ৩১ মে-র মধ্যে প্রতিটি চা-বাগানে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের ৯০ শতাংশ চা-বাগানে এই কাজ শেষ। জলপাইগুড়ির ৮০ শতাংশ, দার্জিলিঙে পাহাড়ে ৬০ ও সমতলে ৫০ শতাংশ চা-বাগানে কমিটি গঠনের কাজ শেষ। জুন, জুলাই ও সেপ্টেম্বরে প্রচারাভিযান শেষে তিন জেলায় চার জনসভাও হবে। প্রচারে মূলত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পাশাপাশি প্রস্তাবিত শ্রমিক বিরোধী লেবার কোড বাতিলের দাবি জানানো হবে।