লন্ডন, ১৮ মে : জেলের ছোট কুঠুরি তাঁর পছন্দ হয়নি। তাই জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। বরিস বেকারের সেই আবেদনে সাড়া দিয়ে তাঁকে জেলের ট্রিনিটি উইংয়ে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল। যা অনেক বেশি খোলামেলা এবং আরামদায়ক। এই উইংয়ের বন্দিরা সহজেই কুঠিরির বাইরে বেরিয়ে এসে খেলাধুলো কিংবা পড়াশোনায় অংশগ্রহণ করতে পারেন।
আরও পড়ুন-প্রফুলদের ক্ষমতা কেড়ে নিল আদালত, ফেডারেশনের দায়িত্বে ভাস্কররা
এর আগে বেকার নিজের ঘনিষ্ঠদের জানিয়েছিলেন, জেলের ছোট কুঠুরিতে তাঁর দমবন্ধ হয়ে আসছে। ইঁদুরের উৎপাতের পাশাপাশি সারা রাত ধরে নানান ধরণের শব্দ হয়। তাতে জার্মান টেনিস কিংবদন্তির ঘুম হচ্ছে না। তাছাড়া জেলের নিম্নমানের খাবার নিয়েও অভিযোগ করেছিলেন বেকার। আগের কুঠুরিতে থাকার সময় বেকার বারবার ঘণ্টা বাজিয়ে রক্ষীদের ডাকতেন। এর পরেই জেল কর্তৃপক্ষের কাছে কুঠুরি বদলের জন্য আবেদন করেছিলেন বেকার।