দক্ষিণ আফ্রিকা সিরিজে লক্ষ্মণই হয়তো কোচ, টেস্ট দল নিয়ে ইংল্যান্ড যাবেন দ্রাবিড়

সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলের কোচের ভূমিকায় অভিষেক হচ্ছে ভিভিএস লক্ষ্মণের।

Must read

নয়াদিল্লি, ১৮ মে : সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলের কোচের ভূমিকায় অভিষেক হচ্ছে ভিভিএস লক্ষ্মণের। একই সময়ে দু’জায়গায় খেলবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যখন রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ইংল্যান্ডে টেস্ট খেলবেন। তখন দেশের মাটিতে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে টি-২০ সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ। শুধু তাই নয়, আয়ারল্যান্ড সফরেও কোচের দায়িত্ব পেতে চলেছেন তিনি। বোর্ড সূত্রের খবর, দ্রাবিড় নিজেই লক্ষ্মণের নাম প্রস্তাব করেছেন। সেই প্রস্তাবে রাজি হয়েছেন লক্ষ্মণও।

আরও পড়ুন-বড় কুঠুরি পেলেন বেকার

গত বছরের অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে ১৬ জুন ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় টেস্ট দল। বার্মিংহামে ১ জুলাই থেকে শুরু হবে ওই টেস্ট ম্যাচ। তার আগে ২৪ জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। এদিকে, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ৯ জুন। পরের চারটে ম্যাচ যথাক্রমে কটক (১২ জুন), বিশাখাপত্তনম (১৪ জুন), রাজকোট (১৭ জুন) এবং বেঙ্গালুরুতে (১৯ জুন)। এর পরেই (২৬ ও ২৮ জুন) ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-২০ ম্যাচ খেলবে ভারতের সীমিত ওভারের দল।

আরও পড়ুন-প্রফুলদের ক্ষমতা কেড়ে নিল আদালত, ফেডারেশনের দায়িত্বে ভাস্কররা

বোর্ড সূত্রের খবর, এই দুটো সিরিজেই কোচের দায়িত্ব সামলাবেন লক্ষ্মণ। প্রসঙ্গত, লক্ষ্মণ এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন। এই পদে আগে ছিলেন দ্রাবিড়। তিনি জাতীয় দলের কোচ হওয়ার পর লক্ষ্মণকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সর্বোচ্চ পদে বসানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, এক আগেও ভারতের দু’টি দল আলাদা আলাদা জায়গায় খেলেছে। তাই এটা কোনও নতুন বিষয় নয়।

Latest article